নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় বিল্ডিংয়ে আস্তরের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।
নিহত নির্মান শ্রমিকের নাম তশিকুল ইসলাম (২৫)। আহত দুই শ্রমিকের পরিচয় জানা যায় নি। তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ মে) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় আবুল হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত শ্রমিক তশিকুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার সদর থানার মুন্না পাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, আবুল হোসেনের বাড়ির তিন তলার বারান্দায় আস্তর এর কাজ করছিলেন ওই ৩ শ্রমিক। রড ঘুড়ানোর সময় হঠাৎ পাশের বৈদুতিক খুটির তারের সাথে লেগে যায়। এতে তিনজনই নিচে পড়লে ঘটনাস্থলেই তশিকুল মারা যায়। আহত অন্য দু’জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত নির্মাণ শ্রমিককের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।