নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতাধীন শ্যামপুর, কদমতলী, পাগলা শিল্পাঞ্চলের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ রি রোলিং শ্রমিকদের নিয়োগ পত্র, পরিচয়পত্র ও পুর্ণবাসনের দাবিতে শুক্রবার ৩ আগষ্ট বিকেলে রি রোলিং ষ্টিল মিলস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ফতুল্লার পাগলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রি রোলিং ষ্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়গঞ্জ জেলার সাধারণ সম্পাদক এসএম কাদিরের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল টি পাগলা রসুলপুর থেকে শুরু হয়ে পাগলা বউবাজার, রেললাইন, কামালপুর হয়ে পাগলা বাজার এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এস এম কাদির বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতাধীন শ্যামপুর, কদমতলী, পাগলা শিল্পাঞ্চলের রেল লাইনের দুপাশের ক্ষতিগ্রস্তদের ও জমি অধিগ্রহন করে তাদের টাকা প্রদান করলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বেষ্ট ষ্টিল মিলসহ অনেককেই ক্ষতিপুরণ দিলেও রি রোলিং ষ্টিল মিলের শ্রমিকদের ক্ষতিপুরণ ও তাদের পুনবাসনের ব্যবস্থা করা হয়নি। অবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান ও পুনবাসনের ব্যবস্থা গ্রহন না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। পাশাপাশি তিনি আগামী ৮ জুলাই চাষাড়ায় স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করার ঘোষনা দেন।