আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মাদক মামলায় ১ জনের কারাদন্ড

ফতুল্লায় মাদক  মামলায় ১ জনকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদ- দিয়েছে আদালত। এছাড়াও আনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এ রায়ের ঘোষণা দেন। এ রায়ের সময় আসামী উক্ত আদালতে উপস্থিত ছিলেন না।

সাজাপ্রাপ্ত আসামি হলো- মুন্সিগঞ্জ জেলার তালতলা বয়রাগাদী এলাকার মো. জয়নাল শেখ এর ছেলে মো. রনি (২৪)। আসামির বর্তমান ঠিকানা দেওভোগ পশ্চিম নগর।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পঞ্চবটি মোড় থেকে আসামীকে মাদকসহ গ্রেফতার করেন পুলিশ। সে সময় তাহার শরীর তল্লাশি করে প্যান্টের পর্কেটে থেকে ডলফিন নামক ম্যাচের ভিতরে ছোট পলিথিনে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এবিষয়ে বেঞ্চ জাকির হোসাইন বলেন, স্বাক্ষিদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদ- এবং আনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেছে।