সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরীর (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। ১০ এপ্রিল বুধবার বিকেলে কাশীপুর ভোলাইলের একটি ঝুটের গোডাউন থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য মতেই মাটি খুঁড়ে বক্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জিডি সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলীর কানাইনগর এলাকার গার্মেন্টস ঝুট ব্যবসায়ী সেলিম চৌধুরী শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে শহরে ব্যবসা করে আসছিল। গত ৩১ মার্চ সকালে বাসা হতে ব্যবসার কাজের উদ্দেশ্যে তিনি বের হয়ে যান। ওইদিন বেলা ১১টার দিকে সেলিম চৌধুরীর স্ত্রী রেখা মোবাইল ফোনে তার স্বামীর অবস্থান জানতে চাইলে সেলিম চৌধুরী জানিয়েছিলেন তিনি ফতুল্লার পঞ্চবটি মোড়ে ইস্টার্ন ব্যাংকে রয়েছেন। এরপর দুপুর ২টায় খাবার খাওয়ার জন্য ফোন করলে সেলিম চৌধুরীর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। সেলিম চৌধুরীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফতুল্লা মডেল থানায় জিডি করেন তার স্ত্রী।