নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে একটি মবিল প্যাকেটজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ইউনিট তিন ঘণ্টা যাবত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিস ফোম ব্যবহার করছে।
শনিবার বেলা এগারোটায় সদর উপজেলার ফতুল্রা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলের পাশে অবস্থিত এশিয়ান মবিল প্যাকেটজাতকরণ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান: আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা আশপাশ এলাকায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে কারখানাটিতে মজুদ থাকা বিপুল পরিমাণ মবিল পুড়ে নষ্ট হয়ে যায়। আতঙ্কে কারখানাটির শ্রমিক ও এলাকাবাসী রাস্তায় এসে জড়ো হয়। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের ফতুল্লা, মন্ডলপাড়া হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।