গত রবিবার গভীর রাতে ফতুল্লার হাজীগঞ্জ বাজার এলাকায় মাহমুদুল হক বাবলু (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের বড় ভাই জুয়েল। সোমবার রাতে দায়ের করা এ মামলায় পুলিশ একজনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন।
মামলায় আসামীরা হলেন, স্থানীয় আলম তার ভাই রাকিব ও তাদের ফুফাতো ভাই পলাশ এবং এ হত্যাকান্ডের মূল হোতা মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত খালেক বেপারী। পুলিশ এদের মধ্যে রাকিবকে গ্রেফতার করে রিমান্ড চেয়েছেন। নিহত বাবলু হাজীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই জুয়েল জানান, হাজীগঞ্জ বাজারে বাবলুর টিভি-ফ্রিজ মেরামতের দোকান আছে। এ ছাড়া তিনি বাজারের দোকানগুলোতে জেনারেটরের সংযোগ দিয়ে ব্যবসা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বাবলু হত্যার ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।