আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বাসস্থানের জমি চায় হরিজনরা

ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লা বটতলা হরিজনদের উচ্ছেদ অভিযান বন্ধদের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কাছে এক স্মারকলিপি দিয়েছে । এবিষয় হরিজন ঐক্য পরিষদের ফতুল্লা থানা শাখা কমিটির সভাপতি স্বপন ডোম বলেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ ফতুল্লার বটতলা এলাকায় রেললাইনের পাশে আমাদের এই হরিজন সম্পদায়ের প্রায় ৪০টি ঘরে ৬০টি পরিবার মোট জনসংখ্যা ৫শ’ শতাধিক জনবল নিয়ে আমরা এখানে বসবাস করি, আমাদের হরিজনদের নিজেস্ব কোন জায়গা না থাকায় আমরা রেলওয়ার পাশে বা সরকারী জায়গাগুলোতেই বসবাস করি পরিবার পরিজনদের নিয়ে । তাই জেলা প্রশাসকে কাছে আমাদের দাবি রেলওয়ার জায়গা যদি তারা নিয়ে যায় আমাদের যেনো থাকার মতো জায়গা দেওয়া হয় এবং পুর্নবাসন করা হয়, নাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কোথায় দাড়াবো আমাদের পথে পথে থাকতে হবে আমরাতো মানুষ আমাদেরোতো স্ত্রী ছেলে সন্তান রয়েছে তাদের নিয়ে আমরা কোথায় দাড়াবে।

এসময় আরো উপস্থিত ছিলেন-হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণা লাল, সাধারন সম্পাদক মিলন দাস, ঢাকা মহানগরের সভাপতি চন্দ্র দাস, ডোম সমাজের সরদার্র নন্দলাল ডোম,বিসু লাল ডোম, ফতুল্লা থানা পূজা উযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিরেন দাস সহ আরো অনেকে ।