আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

ফতুল্লা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফতুল্লার পশ্চিম সস্তাপুরে থানা আওয়ামী লীগের নেতা মো. মজিবুর রহমান ও জেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের উদ্যোগে মিলাদ, দোয়া, কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে সস্তাপুর কার্যালয়ে বিশিষ্ট শিল্পপতি মো. শাহজালাল এর সভাপতিত্বে মুজিব শতবর্ষের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, যুবলীগ নেতা খোরশেদ আলম খুশু, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, জেলা জজ কোর্টের পি পি এড. রাকিব উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি জামাল, তানজিদ আহম্মেদ, আনোয়ার হোসেন, রুহুল, রতন, আব্দুর রাজ্জাক, আব্বাস, হৃদয় ও মাহমুদুল হাসান সহ আরও অনেকে।

এমআই/এসএমআর

সর্বশেষ সংবাদ