আজ শনিবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় প্রেমে রাজি না হওয়ায় কিশোরী অপহরণ

ফতুল্লায় প্রেমে রাজি না

ফতুল্লায় প্রেমে রাজি না

 

ফতুল্লা প্রতিনিধি:
ফতুল্লার মাসদাইর এলাকা থেকে রোকাইয়া আক্তার জুথী (১৩) কে অপহরণ করে নিয়ে গেছে জিয়া (২৮) ও তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনা ঘটেছে গত ২০ জুলই সকাল সাড়ে ১১টায়। এ ব্যাপারে জুথির ফুফা রাকিব সরদার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় জিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, ফতুল্লার মাসদাইর বাড়ইভোগ এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে রাকিব সরদার (৪০)। তার স্ত্রীর বড় ভাই হাজী আকরাম মোল্লার মেয়ে রোকাইয়া আক্তার জুথি। সে মাদারীপুর জেলা রাজৈর থানাধীন সরমঙ্গল গ্রামের বাসিন্দা তারা বর্তমানে মাসদাইর এলাকায় বসবাস করে আসছে। তার মেয়ে জুথির চলার পথে বিভিন্ন সময় মাসদাইর এলাকার জিয়া নামের এক বখাটে নানা ভাবে প্রেম প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে মেয়ে রাজি না হওয়ায় গত ২০ জুলাই সকাল সাড়ে ১১টায় জুথিকে জিয়া ও তার সহযোগিরা অপহরন করে নিয়ে গেছে।
এ ব্যাপারে জিয়াকে কিছু বললে, জিয়া উল্টো সে মেয়ের পরিবার কে নানা ভাবে ভয়ভীতি প্রর্দশন করে আসছে।