নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ ফতুল্লার ভূইগড়ে নিপুন (১৮) নামের কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বলছে, প্রেমে ব্যর্থ হয়ে হতাশায় ভুগে সে আত্মহত্যা করেছে।
১৩ মার্চ বুধবার সকালে ভূইগড়ে জুয়েল মিয়ার ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে। নিপুনের বাবার জুয়েল হোসেন। নিপুন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মাজেদ জানান, সকালে নিপুন কলেজে যাওয়ার কথা। কিন্তু সময় মতো না যাওয়ায় ঘরের দরজায় ধাক্কা দেয় নিপুনের মা লিনা আক্তার। এতে দরজা না খোলায় আশপাশের লোকজন ডাকে। পরে জানালা দিয়ে ফ্যানের সাথে নিপুনের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। নিপুন এক মেয়ের সঙ্গে প্রেম করে ব্যর্থ হয়ে কয়েকদিন যাবত হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। হতাশা থেকে নিপুন আত্মহত্যা করে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদন করেছে। তাই লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবেনা।