আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় প্রতারক লতা গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি:

মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন লোকদের কাছ থেকে চাঁদা আদায়কারী প্রতারক ফেরদৌস আরা লতা (৪৪) কে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ এপ্রিল র‌্যাব-১১, (সিপিসি-১) নারায়ণগঞ্জ এর অভিযানে ফতুল্লার দেওভোগ বাজনা পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। লতা দেওভোগ পানির ট্যাংকি এলাকায় থাকে। সে শরিয়তপুরের ডামুড্যা
এলাকার মৃত আব্দুল মান্নান মিয়াজীর মেয়ে (লতা সিনেমা হলের মালিকের মেয়ে)।
সোমবার র‌্যাব -১১ এর কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামী ফেরদৌস আরা লতা (৪৪) এলাকার স্বনামধন্য ব্যক্তিদের কন্ঠ নকল করে বিভিন্ন লোকজনের নিকট টাকা দাবি করত। তার প্রদত্ত পরিচয়ে প্রতারিত হয়ে অনেকেই তাকে বিকাশ এর মাধ্যমে টাকা পাঠায় এবং পরবর্তীতে বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে। এছাড়াও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন লোকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ