আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় নাশকতা মামলায় ছাত্রদল নেতার জামিন

নাশকতা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ২ এবং বিএনপির ১ নেতা নেতা জামিন পেয়েছেন  ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতুল্লা থানার পুলিশের দায়ের করা নাশকতা মামলায় মহানগর ছাত্রদল নেতা অনি, সাগর ও বিএনপি নেতা উকিল উদ্দিন ভূঁইয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে এই মামলায় হাইকোর্টের আগাম জামিনে ছিলেন তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টে নির্দেশ মোতাবেক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য ফতুল্লা থানায় মামলা নং ১৯( ১১)১৮।

সর্বশেষ সংবাদ