ফতুল্লায় দুই নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে অপহৃত কুয়েত প্রবাসী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। রোববার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গিরিধারা মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ছয় আসামী হল, গিরিধারা মাদরাসা রোড এলাকার হাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত মুনছুর আলীর দুই ছেলে রাজু (৩৬) ও বাদশা (৩৮), একই এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ খাইরুল ইসলাম (৩৭), মোহাম্মদ আলীর মেয়ে লিপি (৩০), বিরণ চন্দ্র দাসের মেয়ে রিনা (২৭) এবং ডেমরার ছাগলপট্টি এলাকার মৃত ইসমাইল কবিরাজের ছেলে মোঃ মাহাবুব (৩৫)।
ফতুল্লা মডেল থানা পুলিশের সহায়তায় উদ্ধার হওয়ার পর এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভুগি কুয়েত প্রবাসী আবুল কালাম। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার হাসনাবাদ কান্দারগাঁও গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে।