আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দাপা আর্দশ স্কুলে দপ্তরিকে বলৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

অপরাধ প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লা দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় দপ্তরি ফকরুল আলম (৫০) কে বলৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আহসান হাবিব (৫৫) আটক করেছে পুলিশ। অপরদিকে গত সোমবার দপ্তরি ফকরুল আলমের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়ে পুলিশের অভিযোগ করেন প্রধান শিক্ষক আহসান হাবিব । এদিকে দপ্তরি কে বলৎকারে করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
দপ্তরি ফকরুল আলম জানান,চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে ও মারধর করে প্রতিদিন বিভিন্ন সময় বলৎকার করতেন প্রধান শিক্ষক আহসান হাবিব। শারিরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনাটি তিনি পরিবারেরর সকল জানান। তিনি আরো জানান প্রমান সরূপ স্কুলের ক্যামেরার ভিডিও ফুটেজ ও কল রেকর্ড দেখলেই প্রমান হয়ে যাবে তিনি আমার সাথে কি ধরনের খারাপ কাজ করেছে আমি শিক্ষক নামের পশুর বিচার চাই ।


দপ্তরি ফকরুল আলমের ছেলে আব্বাস ঘটনাটির বিষয়টি ফতুল্লা মডেল থানা গিয়ে মৌখিক ভাবে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক আহসান হাবিব আটক করে পুলিশ ।অপরদিকে এ সকল ঘটনাকে ধামাচাপা দিতে প্রধান শিক্ষক আহসান হাবিব গত সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় ফকরুলের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।

স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, স্থানীয় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন। এতে স্কুলের প্রধান শিক্ষকদের ম্যানেজ করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে সিরাজুল নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছেন।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম জানান, বলাৎকার একটি অপরাধ। এটা কোনো সাজানো নাটক হতে পারে না। প্রধান শিক্ষকের অফিসে বলাৎকারের ঘটনা। সেই অফিসে সিসি টিভি ক্যামেরা ছিল। এ ক্যামেরা প্রধান শিক্ষকের অফিস থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এ অপরাধের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের জানান, ফকরুল আলম নামে একজন দপ্তরিকে বলৎকারের অভিযোগে ফতুল্লা দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে ।