ফতুল্লার শেহাচর এলাকার আহাদ বক্স চৌধুরী(৯০) বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ এপ্রিল সকালে পুলিশ এ লাশ উদ্ধার করে।
জানা গেছে বিল্ডিং এর রডের সাথে ফাঁসি দিয়ে আত্নহত্যা করে ১৬ বছরের তরুণী কুলসুম। কুলসুমের জেলা রংপুর লালমনির হাট দেওরা হাজারি গ্রামে। কুলসুম তার ভাই শরীফুল (২৬) ও তার ভাবির সাথে আাহাদ বক্সের বাড়িতে ২মাস ধরে ভাড়া থাকতো। নিহত কুলসুম চাকরি করত ফারিয়া গার্মেন্টসে। মধ্য রাত ৩টায় সবার প্রথমে কুলসুমের ভাই শরীফুল তার বোনেকে রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সকাল ৯টায় ফতুল্লা মডেল এস আই ইলিয়াস এসে লাশটিকে নামায়। তবে আত্নহত্যা কারণ জানা যায়নি এখন পর্যন্ত।