আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় টেনু গাজীর সহযোগি বাচ্চু গ্রেফতার

ফতুল্লায়  চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া টেনু গাজীর সহযোগি চাঁদাবাজ মাহবুবুর রহমান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লার পাগলা এলাকা থেকে মাহবুবুর রহমান বাচ্চুকে আটক করা হয়।

তার বিরুদ্ধে পুলিশের নাম ভাঙ্গিয়ে ফুটপথের হকারদের কাছ থেকে ১ লাখ টাকা  চাঁদাবাজির অভিযোগ উঠেছিলো।  এই ঘটনায় বাধা দেওয়ায় হকার নেতা নুর মোহাম্মদ কে মারধর করে সে।

বাচ্চু কে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন।  তিনি বলেন , অনলাইনে অপকর্ম করার অভিযোগ পেয়েছি। সে সব বিষয় যাচাই বাছাইয়ের জন্য তাকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাকে কারাগারে পাঠানো হবে । প্রমাণ না হলে ছেড়ে দেয়া হবে।

বাচ্চুর বিরুদ্ধে পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সেই অভিযোগে তাকে  গ্রেফতার করা হয়েছে কি না জানতে চাইলে  আসলাম বলেন, তেমন কোন অভিযোগ আমাদের হাতে আসে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত ফতুল্লা থানার উপপরিদর্শক ফয়েজ পাগলা বাজার এলাকায় আসেন এবং সমস্ত হকারদের তালিকা করে নিয়ে যান। তার কাছ থেকে হকারদের তালিকার কথা জানতে চাইলে, তিনি হকারদের জানিয়েছিলেন এসপি সাহেবের নির্দেশ । এর পরই মাহাবুবুর রহমান বাচ্চু হকারদের ভয়ভীতি দেখিয়ে পুলিশ সুপার কে ম্যানেজ করার কথা বলে প্রতিটি হকার থেকে এক হাজার ও পাঁচশত করে টাকা উত্তলন করে । যা প্রায় লক্ষাধিক । এতে হকার সমিতির নেতা নুর মোহাম্মদ বাধা দিলে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়।