সংবাদচর্চা রির্পোট:
ফতুল্লায় টলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে রূপগঞ্জ উপজেলার রূপসী বাঘ বাড়ি এলাকার শামীমের ছেলে শান্ত (১৬) । গত শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার বক্তাবলী ঘাটে দুই টি জাহাজের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে বালু ভর্তি টলারে ৬ জন কর্মচারী ছিলো। তার মধ্যে ৩ জন কে জীবীত উদ্ধার করা হয়েছে। এখনো ৩ জন নিখোজ রয়েছে। এমভি ইয়াদ নামের জাহাজ টি ঢাকা টু আমতলী চলাচল করে। আজ জাহাজটি উদ্ধার করা হয়েছে।