ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লায় হানিফ মিয়া নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত হানিফ পূর্ব লামাপাড়ায় রোজ গার্ডেন এ্যাপারেলস লিমিটেডের শ্রমিক। পরিবারের দাবী, হানিফকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। স্বজনদের না জানিয়ে লাশ পুলিশের কাছে হস্তান্তর করে মালিক পক্ষ। জানা যায়, ১৮ ডিসেম্বর রাত ৮ টায় প্রতিদিনের মতো ডিউটিতে যায় হানিফ। সকাল ৮ টায় বাড়ি ফিরে আসার কথা হলেও সকাল ৯ টায় বাড়ি ফিরে আসেনি। লোক মারফত জানতে পারে হানিফ মারা গেছে। সংবাদ পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে মালিক পক্ষ কথা বলতে টালবাহানা শুরুকরে। হানিফের মৃত্যুর সংবাদ পেয়ে হানিফের স্বজনরা হাসপাতালে ছুটে যায়।
জানা যায়, রোজ গার্ডেন এ্যাপারেলস লিমিটেডে নিটিং বিভাগে ১২ জন শ্রমিক কাজ করে। সোমবার রাতে হানিফসহ লুৎফর, ইবাদত আলী, ফয়সাল ডিউটি করে। হানিফ ডিউটি করলেও বাকীরা ঘুমিয়ে ছিল বলে জানায় শ্রমিকরা।
হানিফকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। নিহতে বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেন পুর থানার ডাংরী গ্রামে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।