আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় গাঁজাসহ এক

ফতুল্লায় গাঁজাসহ এক

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর শান্তিবাগ এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মোঃ উজ্জল (৩০), পিতা-মৃত আঃ খালেক, সাং-চানমারী বস্তি, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়নগঞ্জ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার ৩১ জুলাই বিকালে র‌্যাব, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।
অভিযানে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ (এক) টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করতেছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইতেছে বলে জানিয়েছে র‌্যাব।