আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ফতুল্লার চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ । বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হল- নারায়ণগঞ্জের ফতুল্লার ধাপাইদ্দাদপুরের মৃত এসএম সামাদের ছেলে মো. আব্দুল কাদের শান্ত (১৯) ও একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ (২৩)।

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ন সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল কাজী শমসের উদ্দিন জানান, গণধর্ষণের শিকার কিশোরী তার পরিবারের সাথে নারায়ণগঞ্জের ফতুল্লার রেলষ্টেশন এলাকায় বসবাস করছে। ওই কিশোরীর মা একটি প্লাস্টিক কারখানায় কাজ করে। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৮টায় ওই কিশোরী সরিষার তেল কিনতে একা তার বাসার পাশে মুদি দোকানে যায়। ওই সময় ওই কিশোরীর পূর্ব পরিচিত মোঃ রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলষ্টেশনের জোড়াপোল বালুর মাঠের নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২/৩ জন মিলে ওই কিশোরীবে পালাক্রমে গণধর্ষণ করে।

ধর্ষণের পর এ ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য ওই কিশোরীবে হুমকি দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত আসামীদের সনাক্তকরণ ও তাদের গতিবিধি নজরদারী করাসহ উক্ত ঘটনার আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ফলে বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ আব্দুল কাদের শান্ত ও অপর সহযোগী আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ফতুল্লা থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ