আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

: ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের স্বশস্ত্র সংঘর্ষের সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকাস্থ ডাচ বাংলা ব্যাংক এর সামনে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার ভোলাইল আদর্শনগর এলাকার আঃ রহিম এর ছেলে মোঃ রায়হান (১৯), একই এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ সিয়াম (১৪) এবং রিপন মিয়ার ছেলে মিজান (১৪)। এদের মধ্য থেকে সিয়ামের কাছ থেকে সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাসানুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা কিশোরগ্যাং এর সদস্য। শনিবার বিকেল ৫টার দিকে ভোলাইল ডাচ বাংলা ব্যাংকের সামনে তারা প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য ধারলো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়েছিল। উভয় পক্ষের সাথেই ধারালো অস্ত্র ছিলো। খবর পেয়ে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রত্যেকেই দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় কিশোর গ্যাংয়ের ওই তিন সদস্যকে আটক করতে সক্ষম হই। এদের মধ্য থেকে সিয়াম নামে এক কিশোরের কাছ থেকে ১টি ধারালো সুইচ গিয়ার উদ্ধার করি।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে আটককৃতদের প্রতিপক্ষের কিশোরগ্যাংয়ের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। এরা হলো, ভোলাইল দেওভোগ এলাকার কাউসার (১৭), একই এলাকার রাকিব (১৬), গেদ্দার বাজার এলাকার হাবিব (১৬) ও শামীম (১৮), তাদের সাথে অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জন রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও তাদের গ্রেফতারের অভিযান চলছে। কিশোরগ্যাং নিষ্কৃয় করে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।

ধৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।