সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩টি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার ৩রা মার্চ সকাল ৭টায় ফতুল্লার লঞ্চঘাট এলাকায় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লা বাজারের পূর্ব পাশে সোহেলের মালিকানাধীন কাপড়ের মার্কেটের একটি দোকান থেকে আগুন লেগে পাশের কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে পরে।
আব্বাস নামে ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন, ‘তার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর দোকান হতে কিছুই বের করতে পারিনি।’
অগ্নিকান্ডে অন্তত ২০-২৫টি দোকানের ক্ষয় ক্ষতি হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।