আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসূলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণে আহত শিশুরা হলো পাগলা পশ্চিম রসুলপুর এলাকার টিটু মিয়ার ছেলে সাকিব (৬), আরিফ (৩) ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে আখি (১০)।

ফতুল্লা মডেল থানার এসআই সাইদুজ্জামান জানান, অজ্ঞাত নামা দুস্কৃতিকারীরা পাগলার পশ্চিম রসুলপুর এলাকায় একটি ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল ফেলে যায়। ককটেলগুলোর মধ্যে একটি ককটেল বল মনে করে এক শিশু বলটি কুড়িয়ে নেয়। পরে ক্রিকেট বল মনে করে খেলতে গিয়ে ককটেলটি বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে থাকা তিন শিশু গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল হতে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থল হতে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ