নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় মো. রাহাত মিয়া ও মো. শান্ত নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নন্দলালপুর এলাকার একটি মিলের সামনে থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় পুলিশ রাহাতের হেফাজত থেকে ৮০ পিস ও শান্তের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।
এই ঘটনায় ফতুল্লা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দলালপুর এলাকার মো. রনি ওরফে পেচা রনির ছেলে মো. রাহাত মিয়া (২২) ও পশ্চিম নন্দলালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শান্ত (৩২)।
মামলায় বলা হয়, উপ পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নন্দলালপুর এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন। দিবাগত রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাশর্^বর্তী একটি মিলের গেইটের সামনে দুই যুবক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে।
সংবাদের বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষনিক এলাকাটিতে গিয়ে ধাওয়া করে রাহাত ও শান্তকে আটক করে তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।