আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি: ফতুল্লা মডেল থানার পুলিশ ২৮ অক্টোবর শনিবার রাতে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানার এস আই শাফিউল আলম, এএসআই আবদুল গাফ্ফার তালুকদার গত শনিবার ফতুল্লার কাশীপুর ভোলাইল এলাকায় মাদকে অভিযান চালায়। অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অনিককে (২২) গ্রেপ্তার করেছে। সে ওই এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

এস আই মো. মোজাহারুল ইসলাম শনিবার রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকাতে মাদকের অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটস ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকারকমল মিয়ার ছেলে মো. সালাম (৪০) এবং আ.রহমানের ছেলে রুবেল (৩০)।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।