নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১১। শনিবার (১ সেপ্টেম্বর) রাতে থানার বক্তাবলী লক্ষ্মীনগর পূর্বপাড়া ও প্রসন্ন নগর খাজা মার্কেট থেকে তাঁদের আটক করা হয়।
আটকতৃরা হলেন, লক্ষ্মীনগর পূর্বপাড়া এলাকার মৃত খবির উল্লাহ ছেলে মো. তৌহিদুল বেপারী, জহিরুল ইসলাম ও আব্দুল আলী। তাঁদের কাছ থেকে ১‘শ ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার ২‘শ ৩০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-১১ এর সিপিএসসি স্কোয়াড কমান্ডার ও সহকারি পরিচালক এএসপি মো. বাবুল আখতার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।