ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. সোহেল রনিকে (৩৫) আটক করেছে র্যাব-১১। তার দেহ তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
র্যাব জানায়, সোহেল রনি দাপা ইদ্রাতপুরের আব্দুল ওহাবের ছেলে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের হতে ইয়াবার চালান অভিনব কায়দা ও সুকৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, ডাকাতির প্রস্তুতিসহ এক ডজন মামলার তথ্য পাওয়া গেছে।