আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

র‌্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন ভূইঘর এলাকায়  ১১ নভেম্বর দুপুর সোয়া ১টায়  মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেছে। অভিযানে আসমা (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার দখল হতে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ৯শ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। ধৃত আসামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসছিল জানা যায়।