আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অস্ত্রসহ চুন্নু গ্রেফতার

ফতুল্লায় বিদেশী অস্ত্র সহ মোফাজ্জল হোসেন চুন্নুকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় কুতুবপুর নয়ামাটি এলাকার নিজ বাসার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন হলো একই এলাকার মৃতু তালেব হোসেন পুইক্কার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় এর আগেও ১০টি মাদক, অস্ত্র সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, শনিবার দিনগত রাত ১০টায় নয়ামাটি নিজ বাড়ির সামনে মাদক বিক্রির সময় চুন্নুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে শতাধিক ইয়াবা ট্যাবলেট একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।