ফতুল্লার তাঁতীপাড়া এলাকায় সোলেমান হোসেন অপুকে হত্যার ঘটনায় ফয়সালকে ২ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, নিহত অপু বাবুরাইল তাঁতিপাড়া এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে। তিনি মন্ডলপাড়ায় কাশেম ডেকোরেটরে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করত। এবং গ্রেফতার ফয়সাল একই এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।