আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অগ্নিকান্ডে গরুর খামারে ব্যাপক ক্ষতি

ফতুল্লায় আগুনে পুড়ে মরল ৮ গরু

ফতুল্লায় আগুনে পুড়ে মরল ৮ গরু

সংবাদচর্চা ডেস্ক:

নারায়নগঞ্জের ফতুল্লায়  দু’টি গরুর খামারে অগ্নিকান্ডে  ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ অগ্নিকান্ডে  ৮টি গরু মারা গেছে এবং দগ্ধ হয়েছে কমপক্ষে আরো ৮টি গরু। স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সন্ধ্যায় ফতুল্লার চরকাশিপুর এলাকার সিরাজ মাদবরের মালিকানাধীন দু’টি  খামারে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারের মালিক সিরাজ মাদবরের ছোট ভাই মনির হোসেন জানান, তার বড় ভাইয়ের মালিকানাধীন দু’টি গরুর খামারে বাছুরসহ প্রায় ৫০টি গরু রয়েছে। বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে অল্প সময়ের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে।

এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মনির হোসেনের।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল উদ্দিন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের ফোন নাম্বার প্রত্যেকের সংগ্রহে থাকা প্রয়োজন। ফায়ার সার্ভিস ও পুলিশে তাৎক্ষণিক খবর না দেয়ায় কাশিপুরে গরুর খামারে আগুনে পুড়ে খামারীর বড় ধরনের ক্ষতি হয়েছে। যদি সময় মত ফায়ার সার্ভিসে খবর দেয়া হত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ আরো কম হত।

স্পন্সরেড আর্টিকেলঃ