আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লার ভূইগড়ে ১৩০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

সংবাদচর্চা রিপোর্টঃ

করোনায় পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পেশাজীবি ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১৯ মে রাত ৮ টায় উপজেলার ফতুল্লার ভূইগড় ও মামুদপুর এলাকার ১৩০ টি অসহায় পরিবারকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল, চাল, পোলাও চাল, পেয়াজ, তৈল, চিনি, দুধ, লাচ্চা সেমাই ও শুকনো সেমাই ।

জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই এই এলাকার বিভিন্ন পেশাজিবী ও শিক্ষার্থীরা নিজ উদ্যোগে পুরো রমজান মাসজুড়ে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় তারা। আসছে ঈদুল ফিতরে ৩০০ পথশিশু ও ভ্রাম্যমাণ মানুষের জন্য খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে এই পেশাজীবি ও শিক্ষার্থীরা। যতদিন করোনা ভাইরাসের প্রকোপ থাকবে ততদিন অসহায় মানুষদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন তারা।

এই কার্যক্রমের সার্বিক সহযোগীতায় ছিলেন, নলেজ আইডিয়াল স্কু্লের শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, ব্যবসায়ী রাজ্জাক রাজু, সাংবাদিক মোহাম্মদ শিপন মীর, ২নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সমাজ সেবক মেহেদী হাসান শিপুল সরদার , দিদার , মুকুল সরদার, সিফাত, সিয়াম, প্রান্ত ও জুয়েল প্রমুখ।