নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।
রোববার রাতে ফতুল্লার পাগলা এলাকায় আব্দুল আলিমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)। এদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
তিনি জানান, রাতে আব্দুল আলিমের পরিবারের লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে মশারি ও কাছাকাছি থাকা ফার্নিচারে আগুন লেগে যায়। এতে আব্দুল আলিমসহ তার পরিবারের চারজন দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় জানিয়ে ওসি বলেন, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।