আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রয়াত আ.লীগ নেতা ডা: শওকত আলীর কুলখানি অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

প্রয়াত রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: শওকত আলীর  কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঢাকায় মরহুমের আত্নার শান্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

ডা: শওকতের স্মৃতি চারণ করতে গিয়ে অশ্রুসিক্ত কন্ঠে গোলাম দস্তগীর গাজী বলেন, আল্লাহ যেন তাকে পরপারে শান্তি রাখেন। ডা:শওকত আলী আওয়ামী লীগের একজন কান্ডারী ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে বেচে থাকবেন যুগের পর যুগ।

এ সময় মন্ত্রী মরহুমের পরিবারের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: সিদ্দিকুর রহমান, তারাব পৌর আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পনির, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আজমত আলী, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান আকন্দ।

এছাড়া মরহুমের আত্নার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেয়।