আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রীতমের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে বৃহৎ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: “সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও গগণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়ান” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার (০৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন করা হয়। এসময় বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পরও সাংবাদিক প্রীতমের উপর হামলাকারীদের গ্রেফতার করতে না পারা জেলা পুলিশের একটি চরম ব্যর্থতা। এ ব্যর্থতার জন্য জেলা পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ থেকে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তারা। তারা বলেন, ডিসি ও এসপি সাহেব আপনারা দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জে এসেছেন। সঠিকভাবে দায়িত্ব পালন করেন। সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম সহ দেশে যত সাংবাদিক হামলা ও মামলার শিকার হয়েছে, সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা। সাংবাদিক প্রীতমের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণাও করেন তারা। আসামীদের পক্ষ নিয়ে বিচারককে হুমকি দেয়ায় এড. খোকন সাহার সমালোচনাও করেন তারা। তারা বলেন, এড. খোকন সাহা আপনারা কি ভেবেছেন এই শফিউদ্দিন ও ছিচকে গুন্ডা বাহিনী দিয়ে আওয়ামীলীগ করবেন। তাহলে ভুল করবেন, দল ক্ষমতা থেকে চলে গেলেই আপনারা আগের মতো আবার পালাবেন। আপনিও আবার পালাবেন। আসামীদের জামিন না দেয়ায় বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ আপনার পাশে আছে। এমনিভাবে আপনারা নির্ভয়ে যথাযথ দায়িত্ব পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রানী সরকার, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ইলিয়াস জামান, প্রতিবেশ আন্দোলন জেলা সংগঠক ওবায়দুর রহমান উজ্জল, শহর কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির জেলার অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন, নারী নেত্রী নাজমা বেগম প্রমুখ।