নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিতে হবে। প্রাইভেট সেক্টর যত এগিয়ে যাবে দেশে তত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু পারি প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করব।
রবিবার ( ৬ শ্রাবন ,২১ জুলাই) রাজধানীর হোটেল রেডিসানে বিটিএমসির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির আওতায় কাদেরিয়া টেক্সটাইল মিলকে ওরিয়ন গ্রুপের কাছে হস্তান্তর করার লক্ষ্যে চুক্তি সই করা হয়।
গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা সরকারের কাছ থেকে ৮ শ কোটি টাকা পেয়েছি । সেই টাকা যত দ্রুত সম্ভব কাজে লাগাতে পারব তত মঙ্গল হবে। এবারের বাজেটে দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, টেক্সটাইল খাত লোকসানের হাত থেকে মুক্তি পেয়েছে। পাট শিল্প এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে পাট জাত পণ্যের চাহিদা বাড়ছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বহি:বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়ছে। কোন চক্রান্তকারি গোষ্ঠী এদেশের উন্নয়ন ঠেকাতে পারবে না।
অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চুক্তিতে সই করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসির) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। ওরিয়ন গ্রুপের পক্ষে সই করেন ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, অতিরিক্ত সচিব রীনা পারভীনসহ উর্ধ্বতন সকল কর্মকর্তাবৃন্দ।
এছাড়া পিপিপির মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিটিএমসির ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল পিপিপির আওতায় পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী। গোলাম দস্তগীর গাজী অনুষ্ঠান স্থালে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।