করোনা ভাইরাস প্রতিরোধে সোনারগাঁ উপজেলায় টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যদের মধ্যে রয়েছে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম , ওসি মনিরুজ্জামানসহ উপজেলা হেলথ কমপ্লেক্স এর সকল ডাক্তার-নার্স, সহকারি কমিশনার (ভূমি) । সোমবার টিমের প্রত্যেকটা সদস্যকে মানসম্মত পিপিই সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি এক স্ট্যাটাসে জানান, টীম সোনারগাঁ আপনার পাশে দাঁড়াতে ২৪/৭ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। অনুগ্রহপূর্বক কেউ আতংকিত হবেন না সর্বোচ্চ সতর্ক থাকুক। আমরা করবো জয়।
করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই ভাইরাসে নারায়ণগঞ্জের ২ জন আক্রান্ত হয়েছে।