আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে প্রশ্ন ফাঁস বন্ধের দাবীতে মানববন্ধন

প্রশ্ন ফাঁস বন্ধের

প্রশ্ন ফাঁস বন্ধের

লালমনিরহাট প্রতিনিধি :
শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ এবং পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রনের দাবীতে লালমনিরহাট সদরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী নানা শ্রেনীর পেশার মানুষ অংশ গ্রহন করেন।

রবিবার দুপুরে জেলার প্রান কেন্দ্র মিশনমোড় গোল চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক এর লালমনিরহাট সভাপতি রফিকুল আলম খাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, বীরমুক্তিযোদ্ধা ও গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু, সনাকের সহ-সভাপতি আশিক ইকবাল মিলন, সাধনা রায়, সনাক সদস্য সুপেন্দ্র নাথ দত্ত, স্বপ্না জামান ও সিনিয়র সাংবাদিক গোকুল রায় প্রমূখ।

স্পন্সরেড আর্টিকেলঃ