আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী হচ্ছে ইমরান খান, পিটিআই এর বড় জয়

প্রধানমন্ত্রী হচ্ছে ইমরান খান

প্রধানমন্ত্রী হচ্ছে ইমরান খান

নবকুমার:

পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল ২৫ জুলাই। এখন চলছে ভোট গণনার কাজ। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সর্বশেষ পাওয়া ৪৭ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে ক্রিকেটার ইমরান খান।

দেশটিতে জাতীয় পরিষদের ২৭২ আসনে সরাসরি ভোট গ্রহণ হয়। কোনো দলকে সরকার গঠনের জন্য সরাসরি ভোটে ১৩৭ আসনে বিজয়ী হতে হবে।

ডনের তথ্যযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের (এনএ) ১১৪টি আসনে পিটিআই এবং ৬৮টি আসনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল (এন) এগিয়ে আছে আর বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে আছে ৪২টি আসনে।

ব্যাপক বিচারিক ক্ষমতা নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে প্রায় ৩ লাখ ৭০ হাজার সেনাসদস্যের বিতর্কিত উপস্থিতির মধ্যেই বুধবার পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

এদিন স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২৭২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিন হাজার ৪৫৯ প্রার্থী। দেশটির প্রায় ১০ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটারের রায়ে এখন নির্ধারিত  হচ্ছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।