রাজধানীর মিরপুর এলাকা হতে কথিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের “এনজিও সংক্রান্ত ব্যুরো” অফিসের ভুয়া সহকারী পরিচালক পরিচয়দানকারী ০১ (এক) সক্রিয় প্রতারক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২।
গত ৩০ জুলাই ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন জনতা হাউজিং এর সামনে পাকা রাস্তার উপর হইতে ভূয়া সহকারী পরিচালক পরিচয়দানকারী চক্রের অন্যতম হোতা মোঃ আমিনুল ইসলাম @ নাজমুল হাসান বিজয় (৩৭), পিতা- মৃত-হাসান ইমাম, মাতা- পারভীন নাহার, সাং- তেরখাদা, থানা- তেরখাদা, জেলা- খুলনা, বর্তমানে- জনতা হাউজিং, থানা- মিরপুর, ডিএমপি, ঢাকা আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। তারা কথিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূয়া সহকারী পরিচালক পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হইতে বিভিন্ন সরকারী চাকুরী দেয়ার নামে প্রার্থীদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিত এবং পরবর্তীতে তাদেরকে চাকুরী না দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
মোঃ আমিনুল ইসলাম @ নাজমুল হাসান বিজয় (৩৭) এই চক্রের প্রধান হোতা, সে এই চক্রটি নিয়ন্ত্রণ করতো। সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যলয়ের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। সাধারন ছাত্র, বেকার যুবক, দরিদ্র ছাত্রদের বিভিন্ন মন্ত্রনালয়ে সরকারী চাকুরী দেওয়ার কথাবলে ঢাকায় নিয়ে আসত। অবশেষে সে তার চক্রের সহায়তায় চাকুরি প্রত্যাশীদের বিভিন্ন ভূয়া প্রতিশ্রুতি প্রদান করত এবং এতে তারা আশ^স্ত হয়ে বিপুল পরিমান টাকা এই ভূয়া কর্মকর্তাকে প্রদান করত। উক্ত ভূয়া কর্মকর্তার নামে কাফরুল থানায় ১৩,৩০,০০০/- টাকা, চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নেওয়ার জন্য একটি প্রতরণা মামলা রয়েছে মামলা নম্বর ৪৪ তারিখ-৩০/০৭/২০১৯ ইং ধারা-৪০৬/৪২০। উক্ত মামলার পরিপেক্ষিতে ভূয়া কর্মকর্তাকে গ্রেফতার করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়।