আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জে  মনিরুজ্জামান খান (৫৫) নামে এক জন কে   আটক করেছে পুলিশ।

১০ আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জের দক্ষিন নিমাইকাশারী জৈনিক সুমনের বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা লম্পট মনিরুজ্জামান খানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক মনিরুজ্জামান নরসিংদীর পলাশ থানার কুটির পাড়া বালুর চর এলাকার স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় আক্রান্ত শিশুর পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে মনিরুজ্জামান খানের ছেলে আতিকুল তার খেলার সাথী প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সাথে বাসায় খেলা করছিলো। এমন সময় কৌশলে মনির তার ছেলেকে পণ্যদ্রব্য কেনার জন্য দোকানে পাঠিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।