সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌমুমী। বিবাহ করেছেন নায়ক ওমর সানি কে। এরই মধ্যে তারা বিবাহিত জীবনের দুই দশক পার করে ফেলেছেন। কিন্তু এ সময়ের মধ্যে কখনও শ্বশুরবাড়ি যাওয়া হয়নি মৌসুমীর। তথ্যটি ওমর সানীই জানিয়েছেন।
নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। গত ২৪ মে একটি ফ্যাশন হাউজের শো রুম উদ্বোধন করতে বরিশাল গিয়েছিলেন এই তারকা দম্পতি।
প্রথমবারের মতো একসঙ্গে বরিশাল গেলেও শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি মৌসুমীর। কারণ সময় হয়ে ওঠেনি। তবে ওমর সানী বলেছেন, বরিশাল থেকে আমাদের গ্রামের বাড়িতে যেতে দুই ঘণ্টার মতো সময় লাগে। ঈদের পর পুরো পরিবার নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছি।
তাহলে ঈদের পরেই শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে মৌসুমীর।