অনলাইন রিপোর্ট:
নারী উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি আরব। প্রথমবারের মতো অন্য কোনো দেশে দূত হিসেবে কোনো নারীকে নিয়োগ দিল দেশটি।
তবে এই নারী আর কেউ নন। তিনি হচ্ছেন সৌদি রয়েল পরিবারের সদস্য রাজকুমারী রিমা বিনতে বানদার আল সৌদ। তাকে যুক্তরাষ্ট্রে দূত হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি সরকার।
এতদিন সেখানে দূতের দায়িত্ব পালন করছিলেন তার ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান। তার কাছ থেকেই দায়িত্বভার বুঝে নেবেন রিমা।
আর প্রিন্স খালিদ বিন সালমানকে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূতের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাবা বানদার বিন সুলতান আল সৌদের পদাঙ্ক অনুসরণ করলেন রিমা। এর আগে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন বানদার বিন সুলতান আল সৌদ।
বাবার কাজের সূত্র ধরেই শৈশবের বেশিরভাগ সময়টা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছেন এই রাজকুমারী। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
শনিবার এক ডিক্রি জারি করে রাজকুমারীকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয়।