নিজস্ব প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানকে সামনে রেখে প্রথম বারের মতো পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হতে হবে। সড়ক নিরাপদের কাজ একা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন না, একা ইলিয়াস কাঞ্চন পারবেন না, একা ওবায়দুল কাদেরও পারবেন না। এজন্য সবার সহযোগিতা দরকার। সাধারণ পথচারী থেকে উচ্চ পর্যায়ের সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।
সকাল থেকেই নিরাপদ সড়ক চাই আন্দোলনের র্যালি ও সমাবেশে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন।
এসময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড শাখার শাহ্ মোহাম্মদ মাহিনূর সানি, দেলোয়ার হোসেনসহ অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।