আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রত্যেকটা নাগরিক হবে এদেশের সম্পদ: বস্ত্র ও পাট মন্ত্রী

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা নাগরিক হবে এ দেশের সম্পদ। একটা সময় দেশে জনসংখ্যা বৃদ্ধির হার মহামারি আকার ধারণ করছিলো । বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বে সেই মহামারি হ্রাস পেয়েছে।

তিনি বলেন,মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। মাতৃ ও শিশু মৃত্যু কমেছে। বহি:বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়ছে। দেশ উন্নত সমৃদ্ধির পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বহুমুখী শিক্ষার প্রসার ঘটছে। সরকার শিল্পায়নের দিকে অগ্রসর হচ্ছে। নারী পুরুষের বৈষম্য হ্রাস পাচ্ছে।

বৃহষ্পতিবার (১১ জুলাই) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সারা বিশ্ব বাড়তি জনসংখ্যা নিয়ে চিন্তিত। কর্মসংস্থানের উপর বিরাট প্রভাব পড়ছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি জনসংখ্যা হুমকি হয়ে দাঁড়াবে। এখনই উপযুক্ত সময় সবাইকে জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি অবলম্বন করতে হবে।  বাল্য বিবাহ  এবং বহু বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, সারা বিশ্বে জনসংখ্যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে । তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা রাষ্ট্রের ব্যয় বাড়ছে।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ অনেকে।

এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্বদেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।