আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহবান ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, প্রতিটি গাছ ই স্মারক হিসেবে থাকবে। আপনি আমি হয়তো থাকবো না, কিন্তু আমাদের পরিবেশ থাকবে। আর গাছই আমাদের পরিবেশ রক্ষা করবে।

বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গাছ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময়ে জেলা প্রশাসক, প্রত্যেককে অনন্ত একটি করে গাছ লাগানোর আহবান জানান। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ প্রমুখ।