সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশগ্রহন করেছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ের আশপাশ এলাকাতে জড়ো হতে থাকেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা দুপুরে ঢাকার নয়াপল্টন সিটি হার্ট কমপ্লেক্সের সামনে জড়ো হয়। এখান থেকে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহন করে।
অপরদিকে পল্টন থানার অপর প্রান্ত থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের নেতৃত্বে মহানগর বিএনপির একাংশ ও সিনিয়র সহ-সভাপতি এড. সাখওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদান করেন।
এছাড়াও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁ থানা বিএনপি পল্টন থানার সামনে জড়ো হয়ে মিছিলসহ র্যালিতে অংশ নেয়। জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও যুগ্ম সম্পাদক সাইদুর রহমান স্বপনের নেতৃত্বে যুবদলের মিছিলে জেলার যুবদল সহ-সভাপতি আফজাল কবির, পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক শাহীন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান চয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও মাহবুব রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ, আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দল মিছিল সহ যোগ দেন। আহবায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান ও সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা মৎসজীবী দল, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ র্যালীতে অংশগ্রহন করেন।