আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী মনোয়ারের জমজ রাজা সোনাকান্দা হাটে

বিল্লাল আহম্মেদ
প্রতিবন্ধী মনোয়ার হোসেন ২ বছর ধরে ২ টি গরু লালন-পালন করেছে। জমজ গরু দুটির নাম বলদ রাজা। সিরাজগঞ্জ থেকে বাবাকে সঙ্গে নিয়ে সোমবার বন্দরের সোনাকান্দা হাটে গরু দুটি তুলেছেন। এই হাটের সবচেয়ে বড় গরু দুটির দাম চাইছেন তারা ৭ লাখ টাকা। এই গরু বিক্রি করে ভাগ্য খুলবে মনোয়ারের। সেই সাখে সে বুঝিয়ে দিবে প্রতিবন্ধী মানে সমাজের বোঝা নয়।