সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসায় উদ্ভুদ্ধ করণে উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক। তিনি বলেন প্রতিবন্ধীদের আন্তরিক সেবার মাধ্যমে তাদের পাশে সবসময় থাকতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, প্রতিবন্ধী সাহায্য সংস্থার কর্মকর্তা হাবিবা ইয়াসমিন, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাস ও অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার এ্যাডভাইজার মাসুদ আলম চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন বলেন, আমরা কারো করুনা চাই না, চাই আন্তরিক ভালবাসা এবং আমাদের ন্যায্য অধিকার। অনুষ্ঠানে ১২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে চায়ের দোকান করার জন্য প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদান করা হয়। সহায়তা গ্রহণকারীরা হলেন, আবুল হোসেন, মো. সুমন মিয়া, সামছুদ্দিন, মো. আবু তাহের, মো. রুবেল মিয়া, মো. আঃ রব, আব্দুল বাতেন, মো. স্বপন, মো. ওসমান, মো. সলিম উদ্দিন, কালাই হাজী ও জামিয়াল।