নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশনের চেয়ারম্যান এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রতিবন্ধীদের সমান সূযোগ ও অধিকার নিশ্চিত করতে হবে। ১৬ কোটি লোকের এ দেশে মোট জনসংখ্যার মোট ১০% লোক কোন না কোন ভাবে প্রতিবন্ধিতার শিকার। সে অনুসারে প্রতিবন্ধীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ। বিশাল এ জনগোষ্টিকে আমাদের কাজে লাগাতে হবে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জাতীয় বধির ঐক্য পরিষদ এর আয়োজন করে।
তিনি বলেন, যদিও প্রতিবন্ধীদের সঠিক সংখ্যা সরকারের হাতে নাই। সরকার ২০০১ সালের কল্যাণমূলক আইন বাদ করে অধিকার ভিত্তিক আইন করে যা “প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন-২০১৩” নামে পরিচিত। পরবর্তীতে তার বিধিও করা হয়। বাংলাদেশের সংবিধানে সকল মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরাও সমান অধিকার পাবে। তারপরও ২০১৩ সালের আইন তাদের জন্য একটু সুফল বয়ে আনে নাই। আইনটি কাগজে ছাপা হলেও এখনো কার্যকর হয় নাই। জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিবন্ধীদের প্রতিনিধি সমন্বয়ে প্রতিটি জেলায় কমিটি থাকার জন্য উক্ত আইনে বিধান করা স্বত্বেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয় নাই।